শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক

১৯ আগষ্ট ২০২৩ এ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, স্কুল এন্ড কলেজ) ওয়েবসাইট তৈরি / হালনাগাদকরণের নোটিশ প্রদান করা হয়। উক্ত নোটিশে আগামী ১৫ই সেপ্টেম্বর ২০২৩ এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নিজস্ব ওয়েবসাইট তৈরি / হালনাগাদকরণ এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ঠিকানা মাউশি অধিদপ্তরের EMIS এর IMS মডিউলে প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশটি দেখতে এখানে ক্লিক করুন

ওয়েবসাইটে প্রয়োজনীয় ফিচার

প্রযুক্তিল্যাব আপনাকে দিচ্ছে সরকারী নির্দেশনা মোতাবেক ফিচারসমৃদ্ধ ওয়েবসাইট তৈরি করার সুযোগ। শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে স্লাইডার, ফটো গ্যালারি, ভিডিও গ্যালারি ইত্যাদি ফিচার ছাড়াও আরও যে পেইজগুলো থাকছে:-

  • প্রতিষ্ঠান পরিচিতি
  • প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি এবং পাঠদানের স্বীকৃতি
  • শ্রেণি ও লিঙ্গ ভিত্তিক শিক্ষার্থীদের তথ্য
  • শ্রেণিভিত্তিক অনুমোদিত শাখার তথ্য, পাঠদান সংক্রান্ত তথ্য (রুটিন, পাঠ্যসূচী, বিবিধ নোটিশ ইত্যাদি)
  • পাঠদান সংক্রান্ত তথ্য (রুটিন, পাঠ্যসূচী, বিবিধ নোটিশ ইত্যাদি)
  • প্রতিষ্ঠানের ফোন/ মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা
  • প্রতিষ্ঠান প্রধানসহ সকল শিক্ষক-কর্মচারীর তথ্য
  • প্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটির তথ্য

এডুকেশন প্যাকেজে থাকছে:-

  • .edu.bd ডোমেইন শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট নিবন্ধন করার জন্য বিটিসিএল থেকে ডোমেইন নেম নিবন্ধন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য .edu.bd ডোমেইন নিবন্ধন করতে হয়। যেমন: name.edu.bd এখানে নেম এর স্থানে আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করতে পারেন। ডোমেইন নেম সংক্ষেপ এবং মানুষে সহজে মনে রাখতে পারে এমন হওয়া উচিত। একইসাথে ডোমেইন ইউনিক হতে হবে। বিটিসিএল থেকে ২ বছরের জন্য ডোমেইন রেজিস্ট্রেশন করতে হয়।
  • ওয়েব হোস্টিং প্রতিষ্ঠানের ওয়েবসাইট এবং ফাইলগুলো রাখার জন্য হোস্টিং প্রয়োজন। আমাদরে এডুকেশন প্যাকেজ আমরা ১ জিবি এসএসডি হোস্টিং দিচ্ছি যা যেকোনো সময় বৃদ্ধি করা যাবে।
  • সরকারী নির্দেশনা সংবলিত ফিচার ১৯ আগষ্ট ২০২৩ এ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, স্কুল এন্ড কলেজ) ওয়েবসাইট তৈরির নোটিশ অনুযায়ী প্রয়োজনীয় ফিচার অ্যাড করা হবে। ওয়েবসাইটটি বুঝিয়ে দেওয়ার পর নোটিশের সাথে মিলিয়ে নিতে পারবেন।

কেন প্রযুক্তিল্যাব থেকে ওয়েবসাইট তৈরি করবেন?

  • .edu.bd ডোমেইন আমরা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে .edu.bd ডোমেইন দিয়ে ওয়েবসাইট তৈরি করি। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য .edu.bd ডোমেইনই আদর্শ। .com ডোমেইন ব্যবহার করলে আমরা হয়তো আরও কম দাম নির্ধারণ করতে পারতাম।
  • SSD হোস্টিং স্লো ওয়েবসাইট খুবই বিরক্তকর। আমরা ওয়েবসাইটে এসএসডি হোস্টিং ব্যবহার করি যার কারণে ওয়েবসাইট হয় আরও ফাস্ট।
  • নিজেদের তৈরি করা থিম প্রযুক্তিল্যাব এ ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে নিজেদের কোড করা থিম ব্যবহার করা হয়। আমরা যেহেতু নিজেরাই থিম ডেভেলপ করতে জানি তাই আমাদের প্রিমিয়াম থিম কেনার প্রয়োজন বোধ করছি না। কেউ কেউ হয়তো ক্র্যাক কিংবা ফ্রি থিম দিয়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করে দিতে পারে। সেক্ষেত্রে অল্প টাকা দিয়েই ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ক্র্যাক থিম বা ফ্রি থিম কি এবং প্রিমিয়াম থিম সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
  • ওয়েবসাইট পরিচালনা ট্রেইনিং ওয়েবসাইট আপনাদের হাতে তুলে দেওয়ার পর ওয়েবসাইট ব্যবহারবিধি শিখিয়ে দেওয়া হবে। যাতে, পরবর্তীতে আপনিই সকল তথ্য আপডেট করতে পারেন।
  • ফ্রি ওয়েবসাইট অপটিমাইজেশন ওয়েবসাইটের কন্টেন্টগুলো যেন দ্রুত লোড হয় এবং পরবর্তীতে ওয়েবসাইটে কন্টেন্ট আপলোড করার পর তা স্লো না হয়ে যায় সেজন্য আমরা ১০০০ টাকা সমমূল্যের ওয়েবসাইট স্পীড অপটিমাইজেশন ফ্রিতে দিচ্ছি।

প্রয়োজনীয় কাগজপত্র

  • প্রতিষ্ঠান প্রধানের ভোটার আইডি কার্ডের ফটোকপি
  • প্রতিষ্ঠান প্রধানের ১ কপি ছবি
  • প্রতিষ্ঠানের প্যাড এ ডোমেইন নেমের আবেদন।
  • শিক্ষা প্রতিষ্ঠান মুন্জুরীর ফটোকপি

কিছু প্রশ্নোত্তর

না, পরবর্তীতে ওয়েবসাইটের জন্য কোন ধরনের মেইনটেইন ফি নেই। শুধুমাত্র প্রতি ২ বছর পর পর ডোমেইন এবং হোস্টিং রিনিউ করবেন।

.bd ডোমেইনগুলো কমপক্ষে ২ বছরের জন্য ক্রয় করতে হয়। তবে, .com, .net, .org ইত্যাদি ডোমেইনগুলো ১ বছরের জন্য ক্রয় করা যায়। যেহেতু, ডোমেইন ২ বছরের জন্য ক্রয় করা হয় তাই হোস্টিংগুলোও ২ বছরের জন্য রিনিউ এর ব্যবস্থা করা হয়েছে। যাতে, ডোমেইন এবং হোস্টিং বিল একসাথে দিতে পারেন। অন্যথায়, কোন বছর শুধুমাত্র হোস্টিং বিল এবং পরবর্তী বছর ডোমেইন হোস্টিং ২টায় দিতে হব যা কিছুটা জটিল মনে হতে পারে।

ডোমেইন (.edu.bd), হোস্টিং, ওয়েবসাইট ডিজাইন, কন্টেন্ট আপলোড, ওয়েবসাইট স্পীড অপটিমাইজেশন, ট্রেইনিং, এসএসএল - সবকিছু পাচ্ছেন ২ বছরের জন্য! - সবমিলিয়ে আমাদের খরচ খুবই কম, নাম মাত্র মূল্য নেওয়ার মত। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন স্থানে ৩০০০-৪০০০ টাকায় ওয়েবসাইট ও অফার দিয়ে থাকে। ওদের সার্ভিসের সত্যতা যাচাই করে নেওয়ার অনুরোধ রইল। যেমন: আলাদা আলাদা প্রাইস জিজ্ঞেস করতে পারেন। তাহলেই হয়তো পুরো বিষয়টি ক্লেয়ার হবে। আমরা আমাদের প্রতিটি সার্ভিসের সুস্পষ্ট হিসাব বুঝিয়ে দিতে প্রস্তুত। যেকোনো টেক এক্সপার্ট দিয়ে আমাদের যাচাই করে নিতে পারেন।